Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত পরিকল্পনা

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)-২০১৮ এর প্রতিনিধিদল আজ সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করে। রিয়ার এডমিরাল মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, এনজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) জনাব মোঃ মহসিন হোসেন, এনডিসি এর সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস) এস এম আখতারুজ্জামান বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান, কৌশলগত পরিকল্পনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।
পরে এক প্রশ্ন-উত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা মানব পাচার, ভিভিআইপি নিরাপত্তা, অপরাধ দমন ইত্যাদি সম্পর্কে জানতে চান। ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম প্রমুখ প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অতিরিক্ত আইজিপি মোঃ মহসিন হোসেন বলেন, বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য রয়েছে। পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ আন্তঃসম্পর্ক এ সফরের মাধ্যমে আরো সুদৃঢ় হবে।
প্রতিনিধিদলের প্রধান বলেন, বাংলাদেশ পুলিশে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে। যার ফলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলার ক্ষেত্রে প্রভূত উন্নয়ন ঘটছে। তিনি এনডিসি প্রশিক্ষণার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তা প্রদানের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
প্রতিনিধিদলে এনডিসি কোর্সের ৭৬ জন প্রশিক্ষণার্থী ও ৫ জন ফ্যাকাল্টি মেম্বারসহ মোট ৮১ জন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে বাংলাদেশের ৫৩ জন এবং বিদেশী ২৩ জন। বিদেশীদের মধ্যে মিশরের ১ জন, ভারতের ৩ জন, ইন্দোনেশিয়ার ১ জন, সৌদি আরবের ২ জন, মালয়েশিয়ার ১ জন, নেপালের ১ জন, নাইজারের ১ জন, নাইজেরিয়ার ৫ জন, ওমানের ৩ জন, পাকিস্তানের ১ জন, শ্রীলংকার ৩ জন এবং তানজানিয়ার ১ জন।
এর আগে প্রতিনিধিদলের প্রধান রিয়ার এডমিরাল মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, এনজিপি, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর সাথে তাঁর অফিস কক্ষে সাক্ষাত করেন। এ সময় তাঁরা পরস্পর শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।